বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুনারু এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরীর অপরাধে একটি প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৯৭০ কেজি পণ্য ও ১০ বস্তা আটা জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি ওই প্রতিষ্ঠানের এক কর্মচারিকে আটক করা হয়। গতকাল শনিবার রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সুনারু এলাকার মাধব পালের মেসার্স অর্জুন এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশাদুল হক। অভিযানকালে ওই প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৯৭০ কেজি পণ্য ও ১০ বস্তা আটা জব্দ করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানের কারখানার কারীগর তীর্থ পালকে আটক করা হয়েছে। আটক তীর্থ পাল (২০) পাবনা জেলার সাথিয়া উপজেলার সাথিয়া গ্রামের বিপ্লব পাল এর ছেলে। পরে ভোক্তা অধিকার আইনে আটক তীর্থ রায়কে বানিয়াচং থানা পুলিশ হেফাজতে দেয়া হয়েছে। মেসার্স অর্জুন এন্টারপ্রাইজ থেকে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ১ হাজার ১০০ কেজি পাটা গুড়, ১ হাজার ৬০০ কেজি জালা গুড় (টিনের জার), ৪৫ কেজি খেজুর গুড় (১ কেজির প্লাস্টিকের বাটিতে প্যাকেটজাতকৃত), ৮০০ কেজি গুড় তৈরির উপাদান চিটাগুড়, ৪০০ কেজি মিষ্টির রস (চিনির শিরা), ১০ বস্তা আটা ও প্রায় ২৫ কেজি মুড়ালি (আটার তৈরি ফিঙ্গার টোস্ট জাতীয় মিষ্টি স্বাদযুক্ত শিশুদের খাবার)।
প্রসঙ্গত, প্রতিষ্ঠানটি চাহিদার প্রেক্ষিতে প্রতিরাতে ১ হাজার থেকে দেড় হাজার কেজি ভেজাল গুড় ও মুড়ালি তৈরি করে হবিগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, সিলেট ও গাজীপুসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে।