মাধবপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের ফাইনাল

আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন পড়া-লেখার পাশাপাশি খেলাধূলার প্রয়োজন রয়েছে। খেলাধূলা মানুষের মন ও শরীর সুস্থ সবল রাখে। মন ও শরীর সুস্থ থাকলে শিক্ষার্থীদের মানসিকতার বিকাশ ঘটে। তিনি শনিবার বিকালে মাধবপুর উপজেলা সদরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুনামেন্ট’এর ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস ছাত্তার বেগ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ এরশাদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যন আছমা আক্তার চৌধরী, কৃষি কর্মকর্তা জীবন ফকির, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম খাঁন পিপিএম, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুকোমল রায়, শিক্ষা কর্মকর্তা এস.এম জাকিরুল ইসলাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শিক্ষক সমিতির নেতা সৈয়দ মোস্তাফিজুর রহমান ফয়সল, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান রনি, তন্নী রহমান প্রমুখ।
খেলায় ১-০ গোলে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে হারিয়ে আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ বঙ্গবন্ধু কাপ বিজয়ী হয় এবং গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ২-০কে হারিয়ে সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ বঙ্গ মাতা কাপ বিজয়ী হয়। সকালে খেলার উদ্বোধণ করেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।