World Bank এর অর্থায়নে BD Rural WASH for HCD প্রকল্পের আওতায় সর্বোচ্চ লক্ষ্যমাত্রা অর্জনকারী পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF)এর সহযোগী সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহনে বাংলাদেশ থেকে ১৬ সদস্যদের একটি টিম ৩০ জুন থেকে ৯ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত শ্রীলংকায় AIT Extension, Thailand ও The Open University of Sri Lanka কর্তৃক যৌথভাবে আয়োজিত Exposure Visit Program on “Water, Sanitation and Hygine (WASH) Sector in Sri Lanka’’ শীর্ষক একটি প্রোগ্রামে অংশগ্রহণ করবেন ‘হবিগঞ্জ উন্নয়ন সংস্থা’র সিনিয়র কো-অর্ডিনেটর আরেফ আলী মন্ডল আরিফ। হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিনিধি হিসেবে তিনি উক্ত প্রোগ্রামে অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) কর্তৃক Bangladesh Rural Water, Sanitation and Hygiene for Human Capital Development শীর্ষক প্রকল্পটি বর্তমানে দেশের ৮টি বিভাগের ৩০টি জেলার অধীনে ১৮২টি উপজেলায় সহযোগী সংস্থার মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। হবিগঞ্জ উন্নয়ন সংস্থা হবিগঞ্জ জেলায় মে ২০২৪ পর্যন্ত স্বল্প সুদে ১৬৪৮টি স্বাস্থ্যসম্মত স্যানিটারি টয়লেট নির্মাণের জন্য ১৬৪৮ জন সদস্যকে পাঁচ কোটি পাঁচ লক্ষ বাইশ হাজার টাকা ঋণ বিতরণ করেছে এবং প্রত্যেক সদস্যকে প্রণোদনা বাবদ অফেরতযোগ্য সদস্যপ্রতি ৩ হাজার টাকা হারে ঊনপঞ্চাশ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা প্রদান করেছে। ১৪৩ জন সদস্যকে নিরাপদ ব্যবস্থাপনায় পানি সরবরাহ করার জন্য স্বল্প সুদে পয়ত্রিশ লক্ষ পচাঁত্তার হাজার টাকা ঋণ বিতরণ করেছে। আরোও উল্লেখ্য যে, উক্ত প্রকল্পটির আওতায় হবিগঞ্জ উন্নয়ন সংস্থা ২০২৫ সাল পর্যন্ত হবিগঞ্জ জেলায় স্বাস্থ্যসম্মত স্যানিটারি টয়লেট নির্মাণ ও নিরাপদ ব্যবস্থাপনায় পানি সরবরাহের জন্য কাজ করবে। প্রেস বিজ্ঞপ্তি