স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জমকালো আয়োজনে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও ৭১ টিভির হবিগঞ্জ প্রতিনিধি শাকিল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সহকারি কমিশনার সামিউর রহমান, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।
এছাড়াও বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মইনুল হাসান চৌধুরী টিপু, ইন্ডিপেনডেন্ট টিভির হবিগঞ্জ প্রতিনিধি আবু সালেহ মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী শওকত, আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী, এশিয়ান টিভি প্রতিনিধি এসএম সুরুজ আলী, যায়যায়দিন প্রতিনিধি মোঃ নূরুল হক কবির, বাংলাদেশের খবর প্রতিনিধি ফয়সল চৌধুরী, এসএ টিভি প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, এখন টিভি প্রতিনিধি কাজল সরকার, বৈশাখী টিভি প্রতিনিধি সাইফুর রহমান তারেক, সাংবাদিক এমআর শায়েল, আজকের পত্রিকার প্রতিনিধি সহিবুর রহমান, দৈনিক প্রভাকর বার্তা সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, সিনিয়র সাংবাদিক জুয়েল চৌধুরী, প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি আখলাছ আহমেদ প্রিয়, মাই টিভি প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ, দেশ টিভির প্রতিনিধি আমির হামযা, এশিয়ান টিভি প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর, সাংবাদিক রুবেল আহমেদ, দৈনিক সংবাদের প্রতিনিধি শাহ আলম, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মীর আঃ কাদির, প্রতিনিদিনের বানীর বার্তা সম্পাদক এইচ এম হেলিম, তরফ বার্তার বার্তা সম্পাদক জাহেদ আলী মামুন, সাংবাদিক সুশীল চন্দ্র দাস, সমাচারের স্টাফ রিপোর্টার শাওন খান, সাংবাদিক শাহ মামুন, ইমরান আহমেদ প্রমুখ।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলা টিভির হবিগঞ্জ প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, চুনারুঘাট প্রতিনিধি মোতাব্বির হোসেন কাজল, মাধবপুর প্রতিনিধি হামিদুর রহমান ও বানিয়াচং প্রতিনিধি আল আমিন। শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক। তিনি তাঁর বক্তব্যে বাংলা টিভির সফলতা কামনা করেন।