স্টাফ রিপোর্টার ॥ জন্মনিবন্ধন না থাকায় উপবৃত্তি পাওয়া থেকে বঞ্চিত হয়েছে শায়েস্তাগঞ্জের অনেক শিক্ষার্থী। অভিভাবকদের অভিযোগ, পৌরসভার ট্যাক্স না দেওয়ায় জন্মনিবন্ধনের কাগজপত্র জমা নেয়া হয়নি।
জানা যায়, শায়েস্তাগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ২ শতাধিক শিক্ষার্থী উপবৃত্তির আবেদন করতে প্রস্তুতি নেন। কিন্তু জন্মনিবন্ধন না থাকায় অনেকেই আবেদন করতে পারেননি। নতুন করে জন্মনিবন্ধন করতে গেলে পৌরসভার কর্মচারীরা ট্যাক্স প্রদান ছাড়া জন্মনিবন্ধন করা যাবে না বলে ফিরিয়ে দেন। এ অবস্থায় শিক্ষার্থীরা পড়েন বিপাকে।
এ বিষয়ে পৌর মেয়র ফরিদ আহমেদ অলি জানান, অভিযোগ সত্য নয়। সার্ভারে সমস্যা থাকায় জন্মনিবন্ধন আবেদন নেয়া হয়নি। তবে নির্দেশনা দেয়া আছে কোনো দরিদ্র লোক যদি ট্যাক্স নাও দেয়, তাদের জন্মনিবন্ধন দেয়া হবে।