![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/05/harunur-rashid-Chowdhury-VideoCapture_20240516-232300.jpg)
স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহপুরে একটি ব্রীজের কাজ করার সময় জালালাবাদ গ্যাস এর সঞ্চালন লাইনে ব্যাপক শব্দে লিকেজ হওয়ায় তাৎক্ষনিক ওই এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়। এতে অলিপুর থেকে মাধবপুর পর্যন্ত অন্তত ১৫টি শিল্প কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। উৎপাদন ব্যাহত হওয়ায় বিপুল আর্থিক ক্ষতির শিকার হয়েছে শিল্প প্রতিষ্ঠানগুলো।
হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ম্যানেজার হোসেন মোহাম্মদ জুনেদ জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানের ডিজাইন অনুযায়ী সম্প্রতি সঞ্চালন লাইন নিরাপদ দূরত্বে স্থানান্তর করা হয়। তারপরও ঠিকাদারী প্রতিষ্ঠান সড়কের ব্রীজের কাজ করার সময় মেশিনের আঘাতে গ্যাস লাইনের মেইন পাইপ ফুটো হয়ে গ্যাস নির্গত হতে থাকে। খবর পেয়ে সাথে সাথে লাইন বন্ধ করা হলে সকাল ১১টা থেকে ইন্ডাস্ট্রি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। তিনি বলেন, দ্রুত মেরামত কাজ করে সন্ধ্যা ৬টায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।