স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকায় কুকুর নিয়ে সংঘর্ষের ঘটনায় ৩ দিন পর মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মামলাটি দায়ের করা হয়। এ ঘটনায় পুলিশ রুবেল মিয়া (২২) নামে এক দাঙ্গাবাজকে আটক করেছে। সে ওই এলাকার সমেদ মিয়ার পুত্র। মামলার অন্যান্য আসামিরা হলো- মনোয়ার হোসেন মুন্না, তার ভাই আনু মিয়া ও ওয়াহিদ মিয়ার পুত্র রাসেল মিয়া।
জানা যায়, গত সোমবার রাতে কুকুর নিয়ে ওই এলাকার কাদিরের সাথে মুন্নার সংঘর্ষ হয়। এতে মালেক ও কাদির আহত হয়। তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর অবস্থার অবণতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com