মোঃ আব্দুর রকিব ॥ প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ রুপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে বেকারত্ব দুরীকরণে ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তা তৈরির নিমিত্তে শায়েস্তাগঞ্জ ইউনিয়নকে ফ্রিল্যান্সার ইউনিয়ন গঠনের লক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের শেখ রাসেল আইসিটি ল্যাব রুমে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারাজানা আক্তার মিতা। একাডেমিক সুপার ভাইজার জগদীশ দাশ তালুকদার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার মোঃ কাউসার আহমেদ।
প্রধান অতিথি হিসেবে জুমে বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা। তিনি বলেন, বর্তমান যুগে তথ্য প্রযুক্তি ও আইটি প্রশিক্ষণ নিয়ে নিজেকে স্বাবলম্বী, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে বেকারত্ব দূরীকরণসহ স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহিদুর রহমান, শায়েস্তাগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূইয়া, শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান বুলবুল খান। বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুস সহিদ, শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিব।
অনুষ্ঠানে জানানো হয়- ২০ জন প্রশিক্ষণার্থীকে ৩ মাস প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে। তাদেরকে গ্রাফিক ডিজাইন সহ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে উঠতে এ প্রশিক্ষণ অনন্য ভূমিকা রাখবে। সঠিক ভাবে প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে তারা স্বাবলম্বী, উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে।