হবিগঞ্জ পৌরসভার মাহমুদাবাদ কালভার্ট হতে ইনাতাবাদ পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে। ইতিপূর্বে মেয়র আতাউর রহমান সেলিম মাহমুদাবাদ ইনাতাবাদ এলাকা পরিদর্শন করেন। তিনি মাহমুদাবাদ ও ইনাতাবাদ এলাকাসহ আশপাশের অঞ্চলের পানি নিস্কাশনের সমস্যা নিয়ে এলাকাবাসীর সাথে আলোচনা করেন। হবিগঞ্জ পৌরসভার কোভিড-১৯ প্রকল্পের আওতায় ওই অঞ্চলের পানি নিস্কাশনের জন্য আরসিসি ড্রেন নির্মাণের উদ্যোগ নেয়া হয়। রবিবার ওই ড্রেন নির্মাণ কাজ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর সফিকুর রহমান সিতু ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর টিপু আহমেদ, হবিগঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আশিষ তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কোভিড-১৯ প্রকল্পের আওয়াতায় ১ কোটি ১১ লাখ ৪১ হাজার ২৫৫ টাকা ব্যয়ে ২৯৫ মিটার দৈর্ঘ এই আরসিসি ড্রেন বাস্তবায়ন হলে মাহমুদাবাদ, মাছুলিয়া, জঙ্গলবহুলা, ইনাতাবাদসহ আশাপাশ এলাকার জলাবদ্ধতা নিরসন হবে। সাথে সাথে ওই এলাকার পানি নিস্কাশন ব্যবস্থা আরো উন্নত হবে। বিজ্ঞপ্তি