উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সুলতান মাহমুদপুরে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৯ মে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম এর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভায় বক্তারা বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী হলেন মশিউর রহমান শামীম। তিনি একজন সৎ-আদর্শবান চরিত্রের অধিকারী। তার মধ্যে সর্বজন শ্রদ্ধেয় গুনিজন ও উপজেলা পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের গুনাবলী রয়েছে। উপজেলার আপাময় জনতার কাছে একজন ভাল মানুষ হিসেবে পরিচিত। মশিউর রহমান শামীম পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও পরহেজগার মানুষ। উপজেলা নির্বাচনে প্রার্থী হিসেবে তার বিকল্প নেই। পইলের সাব যেভাবে বিনা স্বার্থে মানুষের পাশে ছিলেন, মানুষের সেবা করেছেন; তার দ্বারাও সেভাবে মানুষকে সেবা দেয়া সম্ভব হবে। পইলের সাবের গুনাবলী ধরে রাখতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে নির্বাচিত করা প্রয়োজন। শনিবার বিকেলে শহরতলীর সুলতান মাহমুদপুর এলাকাবাসীর উদ্যোগে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সুলতান মাহমুদপুর গ্রাম সর্দার আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও রিচি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন আহমেদ পারভেজের পরিচালনায় এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তেঘরিয়া ইউপি চেয়ারম্যান এম. এ মোত্তালিব, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ, এডিশনাল পিপি অ্যাডভোকেট সালেহ আহমেদ, মর্তুজ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত ও নুরুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজিউড়া ইউপি চেয়ারম্যান বদরুল করিম দুলাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ সেবুল আহমেদ, লুকড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল শহীদ, রাজিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, সাবেক ও বর্তমান ইউপি সদস্যবৃন্দসহ বিভিন্ন পঞ্চায়েতের সর্দারগণ।
সভায় চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান শামীম বলেন, আমি দীর্ঘদিন ধরে আপনাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহন করেছিলাম। আপনারা আমাকে বিপুল ভোট দিয়ে সহযোগিতা করেছেন। এবারও চেয়ারম্যান প্রার্থী হয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি রক্ত দিয়ে সেই ঋণ পরিশোধ করবো। আমি আপনাদের পাশে থাকতে চাই, সেবা করতে চাই। তিনি উপস্থিত সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ভোট, দোয়া ও সহযোগিতা কামনা করেন। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রায় তিন হাজার মানুষের সমাগম ঘটে।