পুলিশের দাবি শিশুটিকে নিয়ে আসামিরা আত্মগোপনে থাকায় উদ্ধার করা যাচ্ছে না

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে একমাত্র দুগ্ধপোষ্য সন্তানকে হারিয়ে মা এখন পাগলপ্রায়। উদ্ধারের জন্য আদালত থেকে আদেশ দেয়া হলেও এখন পর্যন্ত সন্তান উদ্ধার না হওয়ায় শংকিত হয়ে পড়েছেন মা।
জানা যায়, উপজেলার টিলাবাড়ি গ্রামের তৈয়ব আলীর কন্যা আয়েশা আক্তারকে বিয়ে দেয়া হয় একই উপজেলার সাতকাপন ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র সাচ্চু মিয়ার নিকট। বিয়ের পর তাদের কোলজুড়ে আসে শিশু মাহদিয়া আক্তার। তার বয়স এখন দেড় বছর। গত ১৩ মার্চ পাষন্ড পিতা ও তার ২য় স্ত্রী সেলিনা আক্তার, একই গ্রামের মৃত জিলাই মিয়ার পুত্র নুর মিয়া ওই শিশুকে লুকিয়ে নিয়ে যায়। এরপর থেকে অনেক খোঁজাখুজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে সাচ্চু মিয়া স্ত্রী আয়েশাকে হুমকি দেয় যৌতুক বাবদ টাকা না দিলে তার শিশুকে হত্যা করে লাশ গুম করে ফেলবে। কোথাও কোনো বিচার না পেয়ে নিরূপায় হয়ে শিশুপুত্রকে উদ্ধারের জন্য গত ১৪ মার্চ আদালতে উল্লেখিতদের আসামি করে মামলা করেন আয়েশা। এরপরও শিশুটিকে আদালতে হাজির না করায় অবশেষে আদালত শিশুকে উদ্ধারের জন্য তাদের প্রতি পরোয়ানা ইস্যু করেন। পরোয়ানাটি থানায় গেলে এসআই আব্দুল বারেককে দায়িত্ব দেয়া হয়। কিন্তু অদ্যাবদি তার সন্তানকে উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে শিশুকন্যাটি কি অবস্থায় আছে জানতে পারছেন না আয়েশা আক্তার। এসআই আব্দুল বারেক জানান, শিশুটিকে নিয়ে আসামিরা আত্মগোপনে থাকায় উদ্ধার করা সম্ভব হচ্ছে না।