মাধবপুর প্রতিনিধি ॥ ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশী যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ)। বুধবার বিকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষীর একটি প্রতিনিধি দল ২৫বিজিবি সরাইল ব্যাটালিয়ন ধর্মঘর বিওপির প্রতিনিধি দলের হাতে তাকে হস্তান্তর করেন। বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে বুধবার রাতে রাকিব মোল্লা (২৪) কে মাধবপুর থানায় একটি মামলা দিয়ে পুলিশে সোপর্দ করেন বিজিবি সুবেদার মোঃ জয়নাল আবেদীন। সত্যতা নিশ্চিত মাধবপুর থানা পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান রাকিব মোল্লা নরসিংদী জেলার শিবপুর উপজেলার মধ্যনগর গ্রামের মৃত আলমগীরের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ধর্মঘর বিওপির সুবেদার জয়নাল আবেদীনের নেতৃত্বে বুধবার মোহনপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে একদল বিজিবি টহল দেয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ভারতের অভ্যন্তরে আটক রাকিব মোল্লার বিষয়ে পতাকা বৈঠকের আহবান জানান। এরপর বুধবার বিকালে মোহনপুর সীমান্তে দুদেশের সীমান্তরক্ষীর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ভারতীয় সীমান্তরক্ষীর হাতে আটক বাংলাদেশী যুবক রাকিব মোল্লাকে বাংলাদেশ সীমান্তরক্ষী বিজিবির হাতে হস্তান্তর করা হয়।