স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামে দুই পক্ষের মাঝে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় প্রবাসীকে আসামি করায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জানা যায়, সম্প্রতি তুচ্ছ বিষয় নিয়ে শ্রীমতপুর গ্রামে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের ঘটনায় একপক্ষের মৃত মোক্তার হোসেনের পুত্র নবী হোসেন বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলায় এক প্রবাসীসহ বেশ কয়েকজন ঘটনাস্থলে না থেকেও আসামি হয়েছেন। এ নিয়ে গ্রামবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ঘটনাটির সুষ্টু তদন্ত দাবি করেছেন।
মামলায় শ্রীমতপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র মোস্তফা কামাল, সালিক মিয়ার পুত্র মঈনুল ইসলাম, তার ভাই মোজাহিদ মিয়া ও হৃদয় মিয়া, মৃত ইয়াকুব মিয়ার পুত্র খালেদ মিয়া, কুতুব মিয়ার পুত্র শেখ আশরাফ, জসিম মিয়ার পুত্র শেখ সাব্বির মিয়া, আলা উদ্দিনের পুত্র শেখ জুবায়ের, আব্দুল জলিলের পুত্র শাহ তোফাজ্জল, মৃত ইয়াকুব মিয়ার পুত্র শেখ মাসুমকে আসামি করা হয়।
স্থানীয়রা জানান, ঘটনার দিন ৯ এপ্রিল রাত ১১টার দিকে ১নং আসামি লন্ডন প্রবাসী সমাজসেবক উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামাল ওরফে আবু তালেব এতেকাফে ছিলেন, ২নং আসামি মইনুল ইসলাম নরসিংদী জেলায় রোগীকে দেখতে গিয়েছিলেন, ৮নং আসামি শেখ জুবায়ের ও ৯নং আসামি তোফাজ্জল বিদেশের কাজে ঢাকায় ছিলেন, ১০নং আসামি শেখ মাসুম সুনামগঞ্জে অবস্থান করছিলেন। অথচ তাদেরকে ওই মামলায় আসামীভূক্ত করা হয়। তাই বিষয়টির সুষ্টু তদন্তের দাবি জানিয়েছেন গ্রামবাসী।