এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কেন শোনানো হয়নি তার জন্য ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের কাছে ব্যাখ্যা চেয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি। তিনি ক্ষোভের পাশাপাশি দুঃখ প্রকাশ করে বলেন, আমার সময়ে কোন তদবির বাণিজ্য, ঘুষ, অনিয়ম ও দুর্নীতি, স্বজন প্রীতি আমি মেনে নিবো না। ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যেকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার বিকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
নবীগঞ্জ জেকে স্কুল মাঠে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম রায় অনুপ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) গোলাম মুর্শিদ, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম,এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম ফয়জুল্লাহ, উপজেলা সমবায় কর্মকর্তা জিতেন্দ্র দেব নাথ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মৃনাল কান্তি রায় মিনু, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার, বীর মুক্তিযোদ্ধা গজেন্দ্র দাস, প্রাণি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হাসান, সাংবাদিক অঞ্জন রায়, সাগর আহমদ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণকারী ৩২ স্টলের খামারিবৃন্দ। সভার পূর্বে প্রধান অতিথি সবাইকে নিয়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।