স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের অমৃতা খাগাউড়া আহাদপুর গ্রামে ভাতিজার নিকট মেয়ে বিয়ে দিতে না পারার ক্ষোভে আপন ভাইয়ের সহায় সম্পদ দখলসহ বসতঘর তালাবদ্ধ করে দিয়েছেন ভাইয়েরা। গত মঙ্গলবার রাতে শেখ মস্তোফাসহ তার পরিবারের লোকজনকে পিটিয়ে আটক করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। পুলিশ চলে যাবার পর ওই ব্যক্তির বসতঘর তালাবদ্ধ করে দেয়া হয়। এ সময় তারা ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে জানান মোস্তফা মিয়া।
ওই গ্রামের মস্তোফা মিয়া অভিযোগ করেন- তার ছেলে সুমন আহমেদ দীর্ঘদিন যাবত স্পেনে অবস্থান করছেন। গত ৩ ডিসেম্বর পারিবারিকভাবে নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ গ্রামে তাকে বিয়ে করানো হয়। স্পেন থেকে আসার পর আনুষ্ঠানিকভাবে কনেকে ঘরে আনা হবে। এদিকে বিয়ের কিছুদিন যেতে না যেতেই মস্তোফা মিয়ার ছোটভাই আজম উদ্দিন তার মেয়েকে কেনো বিয়ে করানো হলো না তা নিয়ে মস্তোফার সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এ নিয়ে দুই ভাইয়ের বিরোধ বাড়তে থাকলে আজম উদ্দিনের সাথে যোগ দেন অপর ৫ ভাই আতাউর রহমান, আজিম উদ্দিন, নাসির উদ্দিন, আমির উদ্দিন, আনসার মিয়া। যেহেতু অন্যত্র সুমনকে বিয়ে করানো হয়ে গেছে, সেহেতু বিষয়টি নিয়ে স্থানীয়রা বেশ কয়েকবার সামাজিকভাবে নিষ্পত্তির চেষ্টা করেন। কিন্তু তাতে কোন কাজ হয়নি। তাই বিক্ষুব্ধ ভাইয়েরা গত মঙ্গলবার মস্তোফা মিয়ার পরিবারের লোকজনকে পিটিয়ে ঘরে তালাবদ্ধ করে তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। এ সময় ঘরে থাকা টাকা পয়সা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ বিষয়ে বাহুবল থানায় অভিযোগ করা হলে এসআই রূপকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। বর্তমানে মস্তোফা মিয়া ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।