হবিগঞ্জ পৌরসভা যখন কোন ভালো কাজে হাত দেয় তখন একটি গোষ্ঠী বাঁধার সৃষ্টি করে ॥ এমপি আবু জাহির
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা যখন কোন ভালো কাজে হাত দেয় তখন একটি গোষ্ঠী বাঁধার সৃষ্টি করে। মেয়র আতাউর রহমান সেলিম দায়িত্বে আসার পর পরিষদকে সাথে নিয়ে অনেক অপবাদ সহ্য করেও পৌরসভার বেদখল হয়ে যাওয়া কোটি কোটি টাকার সম্পত্তি উদ্ধার করছে। হবিগঞ্জ শহরের টাউন মসজিদ রোডে পৌরসভার বহুতল বিশিষ্ট পৌর সুপার মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এসব কথা বলেন। তিনি বলেন, চন্দ্রনাথ পুকুর পাড়ে যারা ব্যবসায়ী ছিলেন মার্কেট নির্মাণ হলে তারা আরো ভালো পরিবেশে ব্যবসা করতে পারবেন। সাথে সাথে আরো নতুন নতুন ব্যবসায়ীরা ব্যবসা করার সুযোগ পাবেন। পৌরসভার আয় বাড়বে। আর পৌরসভার আয় বাড়লে পৌর পরিষদ নাগরিকের সেবা নিশ্চিত করতে পারবে।
এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জ এখন আর অবহেলিত জেলা নয়। বিশ্বের দরবারে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, ঠিক একইভাবে হবিগঞ্জও এগিয়ে যাচ্ছে। হবিগঞ্জ শহরকে পরিচ্ছন্ন রাখা, সুন্দর রাখা আমাদের সকলের দায়িত্ব। পৌরসভা বর্জ্য অপসারণ করে। আমদেরও দায়িত্ব বর্জ্য সঠিকভাবে পৌরসভার কাছে তুলে দেয়া। আমরা এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রায় ৫ কোটি টাকা খরচ করে ডাম্পিং স্টেশনের রাস্তা নির্মাণ করেছি। প্রধান অতিথি বলেন, দুঃখজনক হলেও সত্যি এই শহরে নাগরিকরা নতুন নতুন বাসা-বাড়ী নির্মাণ করছেন। তবে গাড়ী যাওয়ার জন্য, পানি নিস্কাশনের ড্রেনের জন্য প্রয়োজনীয় জায়গাটুকু রাখা হচ্ছে না।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে পৌরসভা আয়োজিত উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন মেয়র আতাউর রহমান সেলিম। সভাপতির বক্তব্যে মেয়র আতাউর রহমান সেলিম বলেন, অনেক প্রতিবন্ধকতা পার হয়ে এই মার্কেট নির্মাণ করতে হচ্ছে। সরকারের নীতি অনুযায়ী স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে নিজস্ব আয়ের উপর নির্ভর করতে হয়। ফলে আয় বর্ধক প্রকল্প গ্রহণ করতে হয়। আমরা মার্কেট নির্মাণ বাস্তবায়ন করলে ব্যবয়ায়ীদেরও সুযোগ বাড়বে, পুকুরের অংশও খোলা থাকবে এবং পৌরসভার আয়ও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক প্রভাংশু সোম মহান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মুহাম্মদ সাদিকুর রহমান। পৌরসভার কাউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, শেখ সুমা জামান। এ ছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই মার্কেটের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন প্রধান অতিথি। এ সময় মোনাজাত পরিচালনা করা হয়।