মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের মাহঝিল ডিভিশন এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৫ কেজি ভারতীয় গাঁজাসহ সুজন মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এস.আই রতন ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সুজন মিয়া জগদীশপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।
মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খাঁন (পিপিএম) জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com