নবীগঞ্জে ঠাকু অনুকূল চন্দ্রের জন্মোৎসবে এসপিআর কালী চরণ মন্ডল
স্টাফ রিপোর্টার ॥ ধর্মীয় অনুশাসন মেনে চললে সমাজে কেউ অপরাধ করতে পারে না। ধর্মীয় আদর্শ মেনে চলতে প্রত্যেক ধর্মেই বলা আছে। কিন্তু আমরা তা অনুসরণ করিনা বলেই সমাজে এত অশান্তি। নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৬তম জন্মোৎসবের ধর্ম সভায় উপরোক্ত কথাগুলো বলেন সাতক্ষিরার এসপিআর কালী চরণ মন্ডল। সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় চিত্রাংকন প্রতিযোগীতার মধ্য দিয়ে শুক্রবার বিকেলে শুরু হওয়া অনুষ্ঠান শনিবার রাতে শেষ হয়। অনুষ্ঠান মালার মধ্যে ছিল সমবেত প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় নামজপ, সদ গ্রন্থাদি পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সৎসঙ্গ বাংলাদেশের প্রচারক এসপিআর নিরঞ্জন গন্দ নেপালের সভাপতিত্বে ও শিক্ষক সুবিনয় পুরকায়স্থ এবং নবীগঞ্জ উপজেলা শাখা সৎসঙ্গের সাধারণ সম্পাদক নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসপিআর আশোতোষ দাস, এসপিার গুনসিন্ধু চক্রবর্ত্তী, সুকুমার দাস, রতন দেব, নিশিকান্ত দাস, নিখিল সূত্রধর, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু, অ্যাডভোকেট অর্জুন রায়, যাজক করুনাময় দেব, আখড়া কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর প্রমূখ। বক্তব্য রাখেন উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল, সভাপতি মৃন্ময় কান্তি দাশ বিজন, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, কাউন্সিলর যুবরাজ গোপ, সৎসঙ্গের সহ সভাপতি রশময় শীল।