নয়া জামাই সহ আহত ৩০
এস কে কাওছার আহমেদ, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে একদিনে পাগলা কুকুরের কামড়ে নারী, পুরুষ, শিশু ও নয়া জামাইসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অনেকেই আবার চিকিৎসা নিয়েছেন প্রাইভেট ক্লিনিকে। তাছাড়া বেশ কয়কজন ভালো চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে গেছেন বলেও জানা গেছে।
জানা যায়, রবিবার সন্ধ্যায় পৌরসভার বিভিন্ন এলাকায় কয়েকটি বেওয়ারিশ কুকুর মানুষদের কামড়াতে থাকে। পৌরসভার জয়নগর কয়েকজন শিশু খেলা করছিল। হঠাৎ একটি কুকুর এসে জাহের মিয়ার পুত্র আবু বক্কর (৫) সহ আরো কয়েক শিশুকে কামড়িয়ে ক্ষতবিক্ষত করে। পরে এলাকার লোকজনের ধাওয়া খেয়ে কুকুরটি পালিয়ে যায়। কয়েক ঘন্টা পরই উপজেলার ১নং সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের নয়া জামাই সুভাষ দাসের পুত্র ইঞ্জিল দাসকে কামরায় আরেকটি কুকুর। শুধু তাই নয়, গিয়াস উদ্দিনের পুত্র তানজিদ (১২) সহ আরো ১০/১২ জন কুকুরের কামড়ে আহত হয়েছেন।
সদর ইউনিয়নের ফতেহপুর গ্রামের মোহন মিয়া (১৯) সহ আদর্শ নগরের ২ শিশু, বদলপুর ইউনিয়নের পিরিছপুর গ্রামের মহিবুর মিয়ার কন্যা মিলন আক্তার (৩), কাকাইলছেও ইউনিয়নের ঘরদাই গ্রামের আতাউর রহমান (৪০), সদর ইউনিয়নের বিরাট গ্রামের সাহিদা বেগম (৩৫) বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত হয়েছেন।
কয়েকজন মুরুব্বি জানান, গরমের প্রভাব দেখা দিলেই বেওয়ারিশ কুকুর এমন অস্বাভাবিক আচরণ করে। গত কয়েকদিন ধরেই কুকুর রাস্তায় মানুষ পেলেই কামড়াচ্ছে। এ নিয়ে উপজেলাবাসী আতঙ্কে রয়েছেন। এদিকে এলাকাবাসী মিলে একত্রিত হয়ে বেওয়ারিশ ৩টি কুকুরকে পিটিয়ে মেরে ফেলেছেন বলেও জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, রবিবার রাতে ১০ জন ও সোমবার সকালে ৮ জন স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ের চিকিৎসা নিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণ কুকুরের ভ্যাকসিন রয়েছে। কুকুর আক্রমণ করলে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সাথে সাথে ভ্যাকসিন নিতে পরামর্শ দেন তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com