এফ আর হারিছ, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার পুটিজুরীতে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বাড়ির পাশে তাফসির মাহফিলে গিয়ে আর বাড়ি ফিরেনি তারমিন আহমেদ নামে ওই স্কুলছাত্র। এ নিয়ে তার পরিবারের লোকজন রয়েছেন উদ্বেগ উৎকণ্ঠায়।
পারিবারিক সুত্রে জানা যায়, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের ভাটপাড়া (গাজীপুর) গ্রামের আব্দুল বসিরের পুত্র, পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র তারমিন আহমেদ (১৫) গত বুধবার সন্ধ্যায় তার নিজ গ্রামে একটি তাফসির মাহফিলে ছোট একটি দোকান দিয়ে রাত ৯ টার আগেই দোকানের সব মালামাল বিক্রি করে বাড়িতে চলে যায়। বাড়িতে রাতের খাবার শেষ করে আবার তাফসিরে চলে আসে। এরপর রাত গিয়ে সকাল হলেও সে আর বাড়ি ফিরে যায়নি। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজির পরও না পেয়ে তারা উৎকন্ঠিত হয়ে পড়েন। সন্তানের সন্ধান চেয়ে গত বৃহস্পতিবার রাতে তার বাবা বাহুবল মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com