বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পাচারকৃত টাকা ফেরত আনা, ঋণখেলাপী ও সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সহ নানা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল শুক্রবার বিকেল ৫টায় খোয়াই ব্রীজ ও কামড়াপুর বগলাবাজার চৌরাস্তা পয়েন্টে বাম গণতান্ত্রিক জোট হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ পালিত হয়। জেলা সিপিবি সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও বাসদ মার্কসবাদী সংগঠক শফিকুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা সিপিবি সাধারণ পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, বাসদ নেতা নূরুল হুদা চৌধুরী শিবলী, সিপিবি নেতা চৌধুরী মহিবুন্নুর ইমরান প্রমূখ।
সভায় বক্তাগণ বলেন- ডামি নির্বাচনে গঠিত সরকার অযৌক্তিকভাবে বিদ্যুতের বিল বাড়িয়ে জনগণের উপর বাড়তি বোঝা চাপিয়ে দিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। শ্রমজীবী গরীব মানুষের দুঃখ দুর্দশা বুঝার ক্ষমতা সরকারের নেই। জনগণ আজ অধিকারহারা। তাই ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সকল শ্রেণি পেশার নাগরিকদের একত্রিত হয়ে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com