মোঃ মামুন চৌধুরী ॥ জাতীয় বীমা দিবসে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মার্চ) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার।
উপজেলা সমন্বয়কারী গ্রাম আদালত তুলি মিনা পারভীনের পরিচালনায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা সুনীল দেব রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা ওসমান গনি, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ কাওছার আহমেদ, ফরেস্ট রেঞ্জার রামকৃষ্ণ ঘোষ, প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, রিপোর্টার্স ক্লাব সভাপতি বজলুর রহমান স্মৃতি পদকপ্রাপ্ত সাংবাদিক মোঃ মামুন চৌধুরী, জীবন বীমা কর্পোরেশনের জেলার ম্যানেজার ইনচার্জ এসএম হোসাইন আহমেদ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ইনচার্জ সুবেল মিয়া, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (উন্নয়ন) জ্যোতিষ চন্দ্র শীল প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com