স্টাফ রিপোর্টার ॥ মিরপুরে চন্দ্রছড়িতে নিষেধ অমান্য করে বাউল গানের আসর চলছে। এতে করে একদিকে যেমন এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে অন্যদিকে ডিজে সাউন্ডের শব্দে বৃদ্ধ শিশুরা ভয়ে থাকছেন।
জানা যায়, বাউল গান নিষেধ হলেও গতকাল বৃহস্পতিবার রাতে চন্দ্রছড়ি গ্রামে বাউল গানের আসর বসায় মালেক ও হোসেন মিয়া। বিভিন্ন স্থান থেকে নারী শিল্পীরা এসে রাত ৯টা থেকেই গান শুরু করেছে। গানের তালে তালে উঠতি বয়সী যুবকরা টাকা বিলিয়ে দিচ্ছে। খবর পেয়ে পুলিশ এসে কিছু সময় গান বন্ধ করে। পুলিশ চলে গেলে আবারও গান চলে। শুধু বৃহস্পতিবারই নয়, সোমবারও মিরপুর পেট্রোল পাম্প ও চন্দ্রছড়িতে গানের আসর বসে। তাদের এতই দাপট গান বন্ধ করতে পারছে না পুলিশ। এতে করে যুব সমাজ নষ্টসহ এলাকায় চুরি, ছিনতাই বৃদ্ধি পাচ্ছে।