চুনারুঘাট প্রতিনিধি ॥ সিলেট লিডিং ইউনিভার্সিটিতে বেসরকারি প্রতিষ্ঠান আর্থপিডিয়া গ্লোবাল ও লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের সহযোগিতায় দেশবরেণ্য ক্যারিয়ার, সিভি বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান কর্পোরেট জিজ্ঞাসা এর তত্ত্বাবধানে দিনব্যাপী সিভি লেখা ও চাকরির ইন্টারভিউ বিষয়ক ‘ওয়ার্কশপ’ সম্পন্ন হয়েছে। ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ মফিজুল ইসলাম। বিজনেস ক্লাবের সহ-উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল মুহিত চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালা শুরু হয়। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মজিদ মিয়া, আর্থপিডিয়া গ্লোবালের প্রতিষ্ঠাতা সৈয়দা নাজনীন আহমেদ সিলভি। কর্মশালার মূল পর্ব পরিচালনা করেন বেসরকারি ক্যারিয়ার গাইডলাইন ও সিভি বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান কর্পোরেট অংশ এর কর্ণধার নিয়াজ আহমেদ। তিনি সিভি লেখার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। একইসাথে বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টারভিউ দেয়ার নিয়ম ও ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ দিক নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com