স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে আফজল মিয়া (২৫) নামে প্রাণ কোম্পানীর এক শ্রমিককে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে প্রাণ কোম্পানীর প্রধান ফটকে এ ঘটনা ঘটে। আহত আফজল সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামের হারুন মিয়ার পুত্র।
জানা যায়, গতকাল ওই সময় সে বাড়ি থেকে প্রাণ কোম্পানীতে নাইট ডিউটি করার জন্য যাচ্ছিল। পথিমধ্যে ৪/৫ জনের একদল দুর্বৃত্ত তাকে ছুরি দিয়ে উপর্যুপুরি আঘাত করে। এসময় আফজল শোর-চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com