স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার আলমনগরে পবিত্র রাণী দাস (৭০) নামে এক নারী ষাড়ের শিংয়ের আঘাতে মৃত্যুপথযাত্রী। তাকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের গিরেন্দ্র দাসের স্ত্রী। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে গরুকে ঠান্ডা থেকে রক্ষার জন্য ন্যাড়া (খড়) দিয়ে আগুনের ব্যবস্থা করেন পবিত্র রাণী। এ সময় গরু ক্ষিপ্ত হয়ে শিং দিয়ে তার পেটে সজোরে আঘাত করে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com