স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের চেয়ারম্যান এজাজ ঠাকুরের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। সোমবার গভীর রাত থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চুনারুঘাট থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। এদিকে ডাকাতির ঘটনায় এজাজ ঠাকুর বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
প্রসঙ্গত, গত রবিবার দিবাগত ভোর রাতে উপজেলার বালিয়াড়ি গ্রামে উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুরের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ মুখোশধারী ডাকাতদল ঘরের পেছনের কাঠের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। পরে তারা পরিবারের সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে বেঁধে ফেলে। এক পর্যায়ে বাড়িতে থাকা আলমিরা ও ট্রাঙ্ক ভেঙে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ টাকা, ১১টি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ওসি হিল্লোল রায় জানান, ডাকাতির ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com