স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কোর্ট এলাকায় কোর্ট ফি ও কার্টিজ পেপার সংকটের অজুহাতে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ উঠেছে। এতে করে বিচারপ্রার্থী ও আইনজীবীরা ভোগান্তির শিকার হচ্ছেন। দীর্ঘদিন ধরে কতিপয় স্ট্যাম্প ভেন্ডার সংকটের অজুহাত দেখিয়ে কোর্ট ফি ও কার্টিজ পেপারে অতিরিক্ত মূল্য আদায় করছেন। অনেকেই বেকায়দায় পড়ে বাধ্য হয়ে অতিরিক্ত মূল্যেই তাদের কাছ থেকে কোর্ট ফি ও কার্টিজ পেপার কিনছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন আইনজীবী জানান, প্রতিদিন দেওয়ানী ও ফৌজদারী মামলায় বিপুল পরিমাণ কোর্ট ফি ও কার্টিজ পেপার লাগে। স্ট্যাম্প ভেন্ডাররা শতকরা ১০ পার্সেন্ট কমিশন পেয়ে থাকেন। তারপরও তারা কেনো সংকটের অজুহাতে অতিরিক্ত দাম নিচ্ছেন এটি বোধগম্য নয়। একজন স্ট্যাম্প ভেন্ডার জানান, ট্রেজারীতে মাল না থাকায় অতিরিক্ত মূল্যে অন্যস্থান থেকে তাদেরকে কোর্ট ফি ও কার্টিজ পেপার কিনে আনতে হচ্ছে। ক্রয় মূল্য বেশি হওয়ায় বিক্রি করতেও হয় একটু বেশি মূল্যে। এতে তাদের কিছুই করার থাকে না।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com