নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২ জানুয়ারি মঙ্গলবার চুনারুঘাট মুসলিম হলে অসহায় ও মেহনতী মানুষের মাঝে ৪১০টি চাদর বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র সংগঠন এর অন্যতম উপদেষ্টা নাছির চৌধুরী ও পরিচালনা করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা আমির হোসেন সোহাগ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ জিহাদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহলদার। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনের উপদেষ্টা প্রভাষক আব্দুল করিম, সহ-সভাপতি মোঃ কুতুবউদ্দিন, মোঃ জাহিদুল ইসলাম শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাফায়েল রাফি, মোঃ আবু সাঈদ, হাজী মুমিন হোসেন, এম এ রহিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী মিজান, মোঃ মাহফুজুর রহমান, ক্রিড়া সম্পাদক মোঃ রিয়াদ শাহ, সাটিয়াজুরী ইউনিয়ন শাখার পৃষ্ঠপোষক এস এম আলী মরতুজা প্রমুখ। শীতবস্ত্র বিতরণে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং যাদের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে তারা হলেন- উপদেষ্টা মোঃ ফারুক মিয়া সরদার, নাছির চৌধুরী, মোঃ জামাল খান, হাজী আববাস উদ্দিন, মোঃ হারুনুর রশীদ রনগু, পৃষ্ঠপোষক মোস্তাফিজুর রহমান জুয়েল, মোঃ ছমির হোসেন আনসার, হাবিবুর রহমান মুন্সি, সভাপতি মোঃ মাসুক মিয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ জমির আলী খাঁন, মোঃ সুমন আহমেদ, সহ-সভাপতি মোঃ আফরাজ সাকিব, আলী আহমদ তালুকদার রাসেল, আব্দুল কাইয়ুম টেনু, শপন খাঁন, মোঃ জাহিদুল ইসলাম শিপন, মোঃ আবদাল মিয়া, মোঃ কামরুল হাসান, বিল্লাল আহমেদ রিপন মজুমদার, নাছির উদ্দিন তালুকদার, আবদুল সাত্তার, আবদুল কাইয়ুম, মোঃ শাহেদ মিয়া, মোঃ আয়াত আলী, সাধারণ সম্পাদক কে.এম মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজিউর রহমান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রহিম, মোঃ আবু সাঈদ, আব্দুর রউফ, হাজী মুমিন হোসেন, মোঃ মাসুক আহমদ, মোঃ তৈয়ব আলী, দপ্তর সম্পাদক মোঃ রাসেল মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ অলিমা খাতুন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ইসলাম উদ্দীন, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ শাহরিয়া আহমেদ শিমুল, সাটিয়াজুরী ইউনিয়ন শাখার সহ-সভাপতি মোঃ কদর আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফরোজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু সালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামছু মিয়া।
সংগঠনের সভাপতি মোঃ মাসুক মিয়া ও সাধারণ সম্পাদক কে.এম মুজিবুর রহমান বলেন- এটি সংগঠনের ১৭১নং অনুদান পর্ব চলমান। চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠন ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকে অসহায় মেয়েদের বিয়ে সাদিতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এছাড়া ঈদ সামগ্রি, ইফতার সামগ্রি, অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ ও অসুস্থ ব্যক্তিদেরকে চিকিৎসা প্রদান, মেধাবী শিক্ষার্থীদের পরাশোনার খরচ, বৃক্ষ রোপন কর্মসুচি ও করোনাকালিন সময়ে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অসহায় পরিবারদের মাঝে গৃহ নির্মাণ, বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। বিশেষ করে প্রবাসী আব্দুল শহীদের লাশ দেশে আনা হয় ও অক্সিজেন সিলিন্ডার সেবা সহ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com