নবীগঞ্জ প্রতিনিধি ॥ আধুনিক গানের শিল্পী হিসেবে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত হয়েছেন নবীগঞ্জের মোহাম্মদ শামসুল হক খেলা। গত বছরের নভেম্বর মাসে ৫২ বছর বয়সী এই শিল্পী বিটিভি’র অডিশনে অংশ নেন। মঙ্গলবার তাকে বিটিভি থেকে অডিশনে উত্তীর্ণ হওয়ার কথা মোবাইল ফোনে এসএমএস করে জানানো হয়। নবীগঞ্জ পৌর এলাকার মৃত মোহাম্মদ এনাম উদ্দিন ও মোছাঃ জমিলা খাতুনের পুত্র শামসুল হক খেলা ছোটবেলা থেকে সঙ্গীত সাধনা করে আসছেন। নবীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের প্রয়াত ওস্তাদ জ্ঞ্যানেন্দ্র দাশ পটল’র কাছ থেকে তিনি শৈশবে সঙ্গীতের তালিম নেন। পরবর্তীতে দেশের নামকরা শিল্পীদের কাছ থেকেও সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বৈঠকী গানের আসরসহ দেশের বিভিন্ন এলাকায় মঞ্চে দরাজ কণ্ঠে আধুনিক গান গেয়ে দর্শক-শ্রোতাদের মন জয় করে আসছেন। আধুনিক গানের শিল্পী হিসেবে বিটিভি’র তালিকাভূক্ত হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই গুণী শিল্পীকে সংবর্ধিত করা হচ্ছে। গতকাল নবীগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি ও নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। বিআরডিবি অফিসের হলরুমে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন দিলারা হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবীগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি সেলিম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল এসিস্ট্যান্ট ফ্যাসিলেটেটর মোতাব্বির হোসেন, হবিগঞ্জ জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খানসহ কমিটির নেতৃবৃন্দ।