শায়েস্তাগঞ্জে জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা

মোঃ মামুন চৌধুরী ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলার জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোছাঃ জিলুফা সুলতানা বলেন- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। চলছে প্রচার-প্রচারণা। প্রার্থী ও ভোটারদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, হবিগঞ্জে যোগদান করেই সরকারি বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছি। অর্পিত দায়িত্ব পালনে চাই সহযোগিতা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূঞার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান। বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, ওসি মোবারক হোসেন ভূইয়া, ইন্সপেক্টর (তদন্ত) উত্তম কুমার দাশ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, পৌরসভার সাবেক মেয়র মোঃ ছালেক মিয়া, ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সফিকুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাদ বিন জাহাঙ্গীর, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইসমাইল তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ কাওছার আহমেদ, ফরেস্ট রেঞ্জার রামকৃষ্ণ ঘোষ, প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, উপজেলা মডেল প্রেসক্লাব সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহ মোঃ হুমায়ুন কবীর, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, এনটিভি ইউরোপের উপজেলা প্রতিনিধি কামরুল হাসান, দৈনিক শায়েস্তাগঞ্জের সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু, বজলুর রহমান স্মৃতি পদকপ্রাপ্ত সাংবাদিক রিপোর্টার্স ক্লাব সভাপতি মোঃ মামুন চৌধুরী প্রমুখ।
সভার আগে নবাগত জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা ও পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।