স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রাণীগাঁও মানবাধিকারকর্মী হারুন মিয়ার (৪০) গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হারুন মিয়ার পুত্র অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। অপরদিকে ময়নাতদন্ত শেষে গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, হারুন মিয়া হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। রহস্য উদঘাটনে পুলিশ মাঠে কাজ করছে। অচিরেই রহস্য উদঘাটন করা হবে।
প্রসঙ্গত, গত সোমবার সকালে চুনারুঘাট থানা পুলিশ চুনারুঘাট-রানীগাঁও নতুন বাজারের পাশে একটি ধানক্ষেত থেকে হারুন মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। হারুন মিয়া উপজেলার রানীগাঁও ইউনিয়নের বাসিন্দা আকবর উল্লার ছেলে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com