নয়া ডিসিকে ফুল দিয়ে বরণ করেছেন পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা: জিলুফা সুলতানা দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বিদায়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট দেবী চন্দ এর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে গত শুক্রবার নয়া জেলা প্রশাসক মোছা: জিলুফা সুলতানা হবিগঞ্জে এসে পৌঁছলে হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন, বিপিএম-সেবা তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তাঁকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক, উপ-পরিচালক স্থানীয় সরকার মুহাম্মদ সাদিকুর রহমানসহ জেলা পুলিশ ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করে মোছা: জিলুফা সুলতানাকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় গত বুধবার (২৭ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের বিদায়ী উপপরিচালক (উপসচিব) মোছা: জিলুফা সুলতানাকে হবিগঞ্জের জেলা প্রশাসক নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে। অপর আদেশে হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক দেবী চন্দকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়। জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটগণ রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এ হিসেবে নয়া ডিসি মোছা: জিলুফা সুলতানা হবিগঞ্জের চারটি আসনে জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।