স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে সুজিত দেব (২৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে সদর মডেল থানার এসআই ওমর ফারুক, এএসআই শিবলু মজুমদার ও ইয়াসির আরাফাতের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায় তার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজা রয়েছে। পুলিশের গ্রেফতার এড়াতে এতোদিন সে পালিয়ে আত্মগোপনে ছিল। সে শহরের ঘোষপাড়া এলাকার অতুল দেবের পুত্র। গতকাল বিকেলেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com