স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে ট্রেনের ধাক্কায় পেপারবাহী ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল বুধবার (২০ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার অলিপুর রেল গেইটে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, অলিপুরে রেল গেইটে ট্রাক রেলক্রসিং পার হতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে লাইনে আটকা পড়ে। এসময় সিলেটগামী তেলবাহী ট্রেন ট্রাকের পিছনে এসে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে উল্টে গিয়ে রাস্তার পাশে পড়ে। চালক ও হেলপার গাড়ি থেকে নেমে যাওয়ার ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের মাস্টার আবুল খায়ের জানান, সিলেটগামী তেলবাহী ট্রেন অলিপুর রেল গেইটে আসলে নষ্ট হওয়া ট্রাকটি সরানোর সময় পিছনের দিকে ধাক্কা লাগে। এতে ট্রাকটি উল্টে গিয়ে রাস্তার পাশে পড়ে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- হবিগঞ্জগামী পেপার ভর্তি ট্রাকটি রেল লাইনের উপর নষ্ট হয়ে পড়লে ক্রেন দিয়ে সরানোর সময় তৎক্ষণিক একটি তেলবাহী ট্রেন চলে আসে। এ সময় ট্রাকের পিছনের দিকে ধাক্কা লাগে এতে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com