এস কে শাহীন ॥ লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক স্বপ্নধারা যুব সংগঠনের উদ্যোগে গরীব অসহায় শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর মঙ্গলবার সংগঠনের সভাপতি মাজহারুল ইসলাম সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম। বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, মুড়িয়াউক ইউপি চেয়ারম্যান মোঃ নোমান মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান মোল্লা। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকাস্থ লাখাই উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মঈনুল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুড়িয়াউক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ মাসুক মিয়া তালুকদার, সাবেক মেম্বার মোঃ কামাল মিয়া প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ জানান, অত্র সামাজিক সংগঠনটি কয়েক বছর ধরেই গরীব, অসহায়, শীতার্ত, প্রাকৃতিক দুর্যোগ, কন্যা দায়গ্রস্ত পিতাকে সহায়তা সহ বিভিন্ন সমস্যায় মানুষের পাশে থেকে সহযোগিতা করে আসছে। এ ধারা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com