স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতাল এখন ছিনতাইকারী ও পকেটমারের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রতিদিনই রোগীর বেশে পকেটমার ও ছিনতাইকারীরা হাসপাতালের ক্যাম্পাসে ওৎ পেতে থাকে। রোগী আসার সাথে সাথেই কৌশলে ব্যাগে থাকা মোবাইল ফোন, স্বর্ণের চেইন, নগদ টাকা ও মূল্যবান জিনিস নিয়ে যায়। অনেকেই চিকিৎসা করাতে এসে ব্যর্থ হয়ে বাড়ি ফিরে যান। কেউ কেউ সবকিছু হারিয়ে হাসপাতালে আক্ষেপ করেন। অনেকেই অভিযোগ করেন হাসপাতালের কিছু দালাল ও স্টাফরা এর সাথে জড়িত থাকতে পারে। গতকালও এমনই কয়েকটি ঘটনা ঘটেছে।
সদর উপজেলার দূর্লভপুর গ্রামের দিনমজুর আল আমিনের স্ত্রী কলিমা আক্তার তার ৩ মাসের শিশুকে নিয়ে সদর হাসপাতালে আসেন। এ সময় ভর্তি বিভাগ থেকে টিকেট ক্রয় করে লাইনে দাঁড়ানোর সাথে সাথে তার ব্যাগে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্ত। এ সময় ওই মহিলা হাসপাতালের সামনে কান্নাকাটি করলে এক পুলিশ সদস্য ও এ প্রতিনিধি তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে ফার্মেসী থেকে ওষুধ দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com