স্টাফ রিপোর্টার ॥ কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মোরগের লড়াই। আগেকার দিনে বিনোদনের জন্য মানুষজন বিভিন্ন প্রজাতির মোরগ লালন পালন করতেন। পরে বছরের একটি নির্দিষ্ট সময়ে লড়াইয়ের আয়োজন করা হতো। যে মোরগ প্রতিযোগিতায় বিজয়ী হতো সেই মোরগের মালিককে পুরস্কৃত করা হতো। কালের আবর্তে এখন আর ঐতিহ্যবাহী মোরগের লড়াই দেখা যায় না। তবে গত সোমবার সরেজমিনে চুনারুঘাট উপজেলার বড়কুটা গ্রামে এমন একটি দৃশ্য এ প্রতিনিধির চোখে ধরা পড়ে। যা তিনি ক্যামেরাবন্দি করেন। এ লড়াই দেখে অনেকেই পুরোনো দিনের স্মৃতি মনে করে আপ্লুত হন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com