নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জে নতুন কারিকুলামে শিক্ষকদের পাঠদান প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার দুপুরে বসন্ত কুমারী গোপাল চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ। প্রশিক্ষণে ৩শ’ জন শিক্ষক অংশ গ্রহণ করছেন। তিনি জানান, জেলার ৬টি কেন্দ্রে মোট ৩ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এছাড়া ৯০ জন মাস্টার ট্রেইনারকে উন্নত প্রশিক্ষণের জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com