চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে দুদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। চুনারুঘাট ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে সোমবার বিকেলে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা। সংগঠনের সভাপতি উৎপল সিংহের সভাপতিত্বে ও জলের গানের সাইফুল জার্নালের সঞ্চালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুল আলম মাহবুব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফ্ফার, আব্দুস সামাদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুল হক, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। সভায় উপজেলার দুজন বীরাঙ্গনা রাজিয়া খাতুন ও সাবিত্রি নায়েককে সংবর্ধনা দেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com