স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর থেকে সাজাপ্রাপ্ত আসামি ফারুক ইসলাম (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার ভোরে সদর থানার একদল পুলিশ উমেদনগর পয়েন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে আদালত থেকে ১ বছরের সাজা পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিলো। গতকালই তাকে আদালতের মাধ্যমে কারগারে প্রেরণ করা হয়। সে উমেদনগরের মোড়ল হাটির রফিকুল ইসলামের পুত্র।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com