চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের আলোনিয়া গ্রামে শ্বশুর-শাশুড়ি ও দেবর মিলে অমানবিক নির্যাতন করার পর কুপিয়ে জখম করেছে তানহা জান্নাত সুমা (৩০) নামে এক গৃহবধূকে। পরে তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টাও করা হয় বলে অভিযোগ উঠেছে। হামলার শিকার গৃহবধূকে মুমূর্ষু অবস্থায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা: সাঈদ ইমরান জানান, ওই গৃহবধূর বাম হাত ভেঙে গেছে এবং মাথায় ৯টি সেলাই দিয়ে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে এখনও শঙ্কামুক্ত নয়। গৃহবধূ মিরাশি ইউনিয়নের আলোনিয়া গ্রামের মোশাহিদ মিয়ার স্ত্রী ও একই এলাকার ফারুক মিয়ার মেয়ে।
জানা যায়, গত ১৭ ডিসেম্বর সকালে ওই গৃহবধূর বাচ্চাকে শাসন করা নিয়ে বাকবিতন্ডা হয় দেবর মুজাহিদের সঙ্গে। একপর্যায়ে শশুর, শাশুড়ি ও দেবর অমানবিক নির্যাতন করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বলেন, গৃহবধূ তানহা জান্নাত সুমাকে মারধরের ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।