লিটন পাঠান ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের মূল হোতা ও লুণ্ঠিত মালামাল সহ ৯ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯ ও মাধবপুর থানার পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতদের রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের আবু জাহের শুক্কুর মিয়ার পুত্র এমদাদুল হক মিলন ওরফে রিপন মিয়া (৩৮), একই গ্রামের মোঃ শফিকুল ইসলামের পুত্র মোঃ নাজমুল ইসলাম নাজমুল (৩১), আবু সাঈদের পুত্র মোঃ হৃদয় মিয়া (২৮), মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বারাচান্দিড়া গ্রামের মৃত ফজলুল হক এর পুত্র মো: রমজান মিয়া (৩২), একই উপজেলার চৌমুহনী ইউনিয়নের হবিবপুর গ্রামের মৃত তাজুল ইসলাম এর পুত্র মো: রুবেল মিয়া (২৫); শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত নানু মিয়ার পুত্র মো: কামাল মিয়া (২৭), মাধবপুর পৌরসভার মেরাগাছ এলাকার মো: ছুরুক মিয়ার পুত্র মো: শাব্বাশ মিয়া (২০) ও জাহের মিয়ার পুত্র স্বপন মিয়া (২১) এবং পূর্ব মাধবপুর গ্রামের মো: ছাবেদ আলীর পুত্র মো: শামীম হোসেন ইমরান (২১)।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাতে ও শনিবার দিনব্যাপী মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় ডাকাতকে গ্রেফতার করা হয়। র্যাব ৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল জানান, গত শুক্রবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তিন ডাকাতকে গ্রেফতার করে মাধবপুর থানায় সোপর্দ করে।
প্রসঙ্গত, মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক থেকে তেলিয়াপাড়া চা বাগানে যাওয়ার ফাঁড়ি রাস্তায় গাছ ফেলে রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত দেড় ঘন্টা ব্যাপি ডাকাতি সংঘটিত হয়। এ সময় ন্যাশনাল টি কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার এমদাদুল হক মিঠু ও তার পরিবার এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী সহ ২০/২৫ জনকে অস্ত্রের মুখে আটক করে হাত পা মুখ বেধে অর্থকড়ি নিয়ে যায় ১৫/১৬ সদস্যের ডাকাতদল। পরবর্তীতে ওই ঘটনায় ১৩ ডিসেম্বর বাগানের গাড়ীর চালক বাদী হয়ে মাধবপুর থানায় অজ্ঞাত ১৫/১৬ জনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন। মাধবপুর থানার ওসি মো: রকিবুল ইসলাম খান রাকিব ডাকাতদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাত দলের পলাতক সদস্যদের পরিচয় পাওয়া গেছে। বাকি ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com