মিজানুর রহমান শামীম পুনরায় সভাপতি নির্বাচিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান শামীম। একইভাবে বিগত কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু হেনা মোস্তফা কামাল এবং জুনিয়র ভাইস প্রেসিডেন্ট মফিজুর রহমান বাচ্চু পুনরায় নির্বাচিত হয়েছেন। রবিবার দুপুরে হবিগঞ্জ টাউন হলে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নতুন কমিটির নাম ঘোষণা করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটি নির্বাচিত হয়। কমিটির অন্যান্য পরিচালকরা হলেন, অর্ডিনারী গ্রুপের হাবিবুর রহমান খান, আব্দুর রহমান, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, মশিউর রহমান শামীম, মো. জাহিরুল আলম, শেখ জামাল মিয়া, শঙ্খ শুভ্র রায়, মো. শফিকুজ্জামান, জাকারিয়া চৌধুরী, বিনয় ভৌমিক। এসোসিয়েট গ্রুপ থেকে নির্বাচিত পরিচালকরা হলেন সোহেল রানা তালুকদার, শেখ আনিসুজ্জামান, মো. সাইদুর রহমান, সৈয়দ নজরুল হাসান, মো. সামছুল আলম।
হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীমের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সঞ্চালনায় সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম। বক্তৃতা করেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সফিকুল বারী আউয়াল, চেম্বারের সাবেক প্রেসিডেন্ট এনামুল হক, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামছুল হুদা, চেম্বার পরিচালক আব্দুর রহমান, হাবিবুর রহমান খান, মশিউর রহমান শামীম, শেখ আনিছুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান ও চেম্বারের প্রধান নির্বাচন কমিশনার বিপ্লব রায়।
নবগঠিত চেম্বারের নেতৃবৃন্দ বলেন, এখন চেম্বারের সদস্য পদ প্রাপ্তি ও নবায়নে অতিরিক্ত কোন অর্থ নেয়া হয় না। ফলে যমুনা গ্রুপ ও প্রাণসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান হবিগঞ্জ চেম্বারের সদস্য পদ গ্রহণ করছে। চেম্বার সব সময় ব্যবসায়ীদের পাশে থাকবে। সাধারণ সভা এবং অডিটের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।