শচীন্দ্র কলেজে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালিত হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ও মহান বিজয় দিবসে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উভয় দিন কলেজ মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথির উপস্থিতিতে সকাল ১১টায় টায় সভা শুরু হয়। উভয় দিবসে কোরান তেলাওয়াত ও গীতা পাঠ করেন যথাক্রমে- প্রভাষক শাহ আলম, প্রভাষক বিদুর কান্তি দাস, মোঃ আব্দুল আলী ও মিতালী দাস। অনুষ্ঠান দুটিতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবু সিরাজ মোঃ মুনিরুল ইসলাম। জাতীয় সংগীত পরিবেশনের পর স্বাগত বক্তব্য প্রদান করেন উদ্যাপন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক গৌতম সরকার। আলোচনা করেন, মণি রানী দাস, প্রভাষক সুকান্ত গোপ, জাহির আলম, প্রসূন আচার্য্য, সহকারী অধ্যাপক লতিফ হোসেন, মিহির রঞ্জন সরকার, অনুপমা ভক্ত, মানিক চন্দ্র ভট্টাচার্য্য, প্রবীন্দ্র সমাজ পতি, তরিকুল ইসলাম ও সুদাম চন্দ্র দাস। অতিথি হিসেবে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র দাস। আবৃত্তিতে তানভীর সিদ্দিকী তোয়াহা, দেশাত্ববোধক গানে- সৃষ্টি চক্রবর্তী, পায়েল বনিক, মিতালী দাস, মনোহর দাস। শেখ রাসেল দেয়াল পত্রিকায় লেখা ও ছবি আঁকায়- সৃষ্টি আক্তার, সুষুপ্তা সরকার পর্ণা, কয়াদু দাস ও ইমা আক্তার বিজয়ী হন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক জিয়াউল হক ও মোঃ শাহ আলম। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com