স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের চাঁনভাঙ্গায় পিকআপ ভ্যানের সঙ্গে টমটম ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বউ-শাশুড়িসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চুনারুঘাট উপজেলার দুর্গাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে টমটম চালক তানিম মিয়া (২৫), একই উপজেলার রামশ্রী গ্রামের তামান্না আক্তার (২০) ও হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার ছমেদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৫০)। তাঁরা সবাই টমটমের যাত্রী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে চুনারুঘাট উপজেলার শ্রীকুটা এলাকা থেকে ব্যাটারিচালিত টমটম সাতজন যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ যাচ্ছিল। টমটমটি চানভাঙ্গা এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। অপরদিকে শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি সিএনজিরও তখন সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় টমটম ও সিএনজি। পিকআপ যায় উল্টে। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। লাশের সুরতহাল শেষে পরিবারের জিম্মায় দেয়া হয়।
চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com