সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকার ৩ ব্যবসায়ীকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে উপজেলার অলিপুর শিল্প এলাকার বাজার ও দোকানগুলোতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। অভিযানকালে পেঁয়াজের মূল্য বৃদ্ধি ও নিত্যপণ্যের মূল্য তালিকা না থাকায় ৩ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিটি দোকানকে ২ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শায়েস্তাগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ ভূইয়া। অভিযানে সহযোগিতা করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ ভূইয়া। পাশাপাশি সরকারি নির্দেশনা মোতাবেক নির্ধারিত পাইকারি ও খুচরা মূল্যে যেন প্রতিটি ব্যবসায়ী পেঁয়াজ বিক্রি করেন এবং প্রতিটি দোকানে দ্রব্য মূল্য বিক্রির তালিকা টাঙানোর জন্য ব্যবসায়ীকে নির্দেশনা দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com