একতরফা ভাগাভাগির নির্বাচন বাতিল করে পেঁয়াজসহ নিত্যপণ্যের বর্ধিত ‘দাম কমাও জান বাঁচাও’ দাবিতে ১৩ ডিসেম্বর বিকেল ৪টায় শহরের আরডি হলের সামনে হবিগঞ্জ জেলা বামজোটের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। বামজোটের শীর্ষ নেতা কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও বাসদ মার্কসবাদী সংগঠন শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বামজোট নেতা নূরুল হুদা চৌধুরী শিবলী, সিপিবি সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ। জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফয়সল আহমেদ, বিষ্ণু সরকার, কাজল চক্রবর্তী, শ্রমিক নেতা আবুল হাসেম, সামছুর রহমান প্রমূখ। সভায় বক্তাগণ বলেন- গণদাবী উপেক্ষা করে রাজপথের ক্রীয়াশীল দলগুলোকে বাহিরে রেখে ড্যামী ও ভাগাভাগির নির্বাচন করে সরকার পুনরায় ক্ষমতায় যেতে চায়। অতীতেও এই সরকার জনগণের ভোটের অধিকার হরণ করেছিল। মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে বিনা ভোটে নির্বাচিত এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এই অবস্থা চলতে দেয়া যায় না। রাষ্ট্র ব্যবস্থা বদলের মাধ্যমে এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। নির্দলীয়, নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com