স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সর্বত্র নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
জেলা পরিষদ/ছবি আছে
শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ উপলক্ষে হবিগঞ্জ জেলা পরিষদের পক্ষে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ
আবুল কালাম আজাদ/ছবি আছে
চুনারুঘাট ঃ বুদ্ধিজীবী দিবসে সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন স্থানীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।
আলমগীর কবির/ছবি আছে
মাধবপুর ঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মাধবপুর উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম ফয়সাল। বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুবসহ অন্যান্যরা।
এইচএইউ/ছবি আছে
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শোক র‌্যালী অনুষ্ঠিত হয়। বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত।
উত্তম কুমার পাল হিমেল/ছবি আছে
নবীগঞ্জ ঃ নবীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করা হয়। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ।
তোফাজ্জল সোহেল/ছবি আছে
প্রাকৃতজন ঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে “প্রাকৃতজন” সন্ধ্যায় স্থানীয় টাউন হল প্রাঙ্গনে আলোক প্রজ্জ্বলন ও কবিতানুষ্ঠানের আয়োজন করে। কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এস এম খোকন/ছবি আছে
বানিয়াচং ঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।