হবিগঞ্জ সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য আসর ও লোক গবেষক প্রাবন্ধিক, সংগ্রাহক, তরফদার মোঃ ইসমাঈল এঁর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাসিক সাহিত্য আসর ও তাঁর জীবন কর্মের ওপর আলোচনা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমীতে হবিগঞ্জ সাহিত্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি কবি তাহমিনা বেগম গিনি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাহিত্যাঙ্গনের বিভিন্ন শ্রেণী পেশার লেখকবৃন্দ। এবারের বিষয় ছিল ‘চেতনায় মুক্তিযুদ্ধ- স্বরচিত কবিতা পাঠ’। কবিতা পাঠ করেন সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ, যুগ্ম সম্পাদক মোঃ কুদ্দুস আলী মনোহর, সদস্য আব্দুল্লাহ আবীর। বক্তব্য রাখেন আব্দুল মোতালিব মমরাজ, সহকারী অধ্যাপক তানসেন আমিন, সহকারী অধ্যাপক লতিফ হোসেন, শংকর অধিকারী, কবি অপু চৌধুরী, নাট্যকার সিদ্দিকি হারুন, শিক্ষক এম এ ওয়াহেদ, শব্দকথা প্রকাশন এর সভাপতি মনসুর আহমেদ, গীতিকার অধম গোপাল, এস এম ফরহাদ চৌধুরী প্রমুখ।
বক্তারা হবিগঞ্জ সাহিত্য পরিষদের প্রয়াত সভাপতি অধ্যক্ষ সিরাজ হক, সৈয়দ হাছান ইমাম হোসাইনি চিশতি, গবেষক তরফদার মোঃ ইসমাঈল, শেকড় সন্ধানী গবেষক সৈয়দ মোস্তফা কামাল, গবেষক সৈয়দ আব্দুল্লাহ, ঔপন্যাসিক আব্দুর রউফ চৌধুরী, সৈয়দ তাহের আলী বসনি, তাউস মিয়া হালদার, পার্থ সারথি চৌধুরী প্রমুখের সংক্ষিপ্ত জীবন কর্মের উপর আলোকপাত করেন।
শুরুতে বিজয়ের মাসে মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁদের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com